ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা ও তাদের মধ্যে সম্পর্ক। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
ঐতিহাসিক ভাষাবিজ্ঞান :
তুলনামূলক ভাষাবিজ্ঞানের সঙ্গে এই শাখার পার্থক্য বেশ সুস্পষ্ট। তুলনামূলক ভাষাবিজ্ঞান
যেখানে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে, বিভিন্ন ধরনের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করে যা ভাষাগুলির মধ্যে ধারাবাহিক
রূপান্তর আলােচনা করে। শুধু তাই নয়, কী কী কালগত রূপান্তর ভাষার মধ্যে লক্ষ করা যায় এবং কী কী কারণে এই কালগত
রূপান্তর হয় তারও বিধিবদ্ধ আলােচনা করে। প্রাচীন ভারতীয় আর্যভাষা কীভাবে বিভিন্ন স্তর যেমন পালি, প্রাকৃত, অপভ্রংশ,
অবহট্টর মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে তা মূলত ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলােচ্য বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে
ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে যে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তা নির্দেশ করা ঐতিহাসিক
ভাষাবিজ্ঞানের কাজ। বিশেষ করে শব্দ ও পদমধ্যস্থ ধ্বনি পরিবর্তন ভাষার কালগত রূপান্তরের অন্যতম কারণ। ঐতিহাসিক
ভাষাবিজ্ঞান এই ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তন যা ভাষার মধ্যে ক্রিয়া করে তা অনুসন্ধান করে।
বর্ণনামূলক ভাষাবিজ্ঞান :বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস বা অতীত নিয়ে কোনােভাবে আলােচনা করে না।
বরং সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতির বিচার বিশ্লেষণ করে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর
গােড়ার দিকে প্রধানত ইয়ােরােপ এবং পরবর্তীকালে মার্কিন দেশে। যে ভাষার কোনাে অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা
এখনও পর্যন্ত লিপিবদ্ধ হয়নি সেই ভাষার আলােচনার জন্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এই শাখার মতে
কোনাে ভাষার আলােচনার প্রধান বিষয় চারটি—ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। ধ্বনিবিজ্ঞান
আলােচনা করে কীভাবে বাগযন্ত্রের সাহায্যে ধ্বনিসমষ্টি উচ্চারিত হয়।
ধ্বনিতত্ত্বের আলােচনায় আমরা পাই কোনাে একটি বিশেষ ভাষার ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ। রূপতত্ত্বের
বিষয় পদের গঠন, পদের চেয়ে ছােটো ভাষার একক রূপের নানান প্রযুক্তি। বাক্যতত্ত্বের বিষয় হল বাক্যের সার্বিক আলােচনা
ও বিচার বিশ্লেষণ। শব্দার্থতত্ত্বের বিষয় শব্দের অর্থ পর্যালােচনা। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার সংগঠনে আলােচনার উপর
বেশি গুরুত্ব আরােপ করে। ভাষাকে যদিমানবদেহের সঙ্গে কল্পনা করি তাহলে ভাষার অঙ্গ-প্রত্যঙ্গগুলি হল ধ্বনি, ধ্বনিগুচ্ছ,
রূপ, পদ, বাক্য ইত্যাদি।
ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা ও তাদের মধ্যে সম্পর্ক :
ভাষাবিজ্ঞানের মূল আলােচ্য বিষয় হল মানুষের ভাষা এবং
ভাষার সঙ্গে জীবনের বিভিন্ন সংলগ্ন দিকগুলি। ভাষা বাস্তবে একটি অত্যন্ত জটিল বিষয়। ভাষার মধ্যে প্রবেশ করে ভাষার
জটিল রহস্যকে উন্মােচন করা ভাষাবিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। একদিকে ভাষা এবং অন্যদিকে ভাষার সঙ্গে অন্যান্য সংলগ্ন
মানবজীবনের নানা দিক— এই দুই দিক সমান তালে আলােচনা করতে ভাষাবিজ্ঞানের গবেষকদের প্রধানত দু-দলে ভাগ হয়ে
যেতে হয়। আমরা একটি ছকের সাহায্যে আলােচনাটি করতে পারি।
ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা:
প্রথম ক্ষেত্রে ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস এবং তার গঠন প্রণালী আলােচিত হয়। একে বলে প্রধান ভাষাবিজ্ঞান।
| দ্বিতীয় ক্ষেত্রে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার
ও বিশ্লেষণ করা হয়। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে ভাষার অবদান বা প্রয়ােগ (application) ফলিত ভাষাবিজ্ঞানের অন্যতম
| আলােচ্য বিষয়। প্রধান ভাষাবিজ্ঞান ভাষার যে গঠনপ্রণালী বা ভাষার যে কেন্দ্রীয় বিন্যাস আলােচনা করে তা প্রধানত পাঁচটি
শাখায় হয়। এই পাঁচটি শাখা হল ধ্বনিবিজ্ঞান (Phonetics), ধ্বনিতত্ত্ব (Phonology), রূপতত্ত্ব (Morphology), বাক্যতত্ত্ব
(Syntax) ও শব্দার্থতত্ত্ব (Semantics)। ফলিত ভাষাবিজ্ঞানে আমরা আলােচনা করি বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে
| মানবভাষার কী সম্পর্ক। যেমন সমাজ বা সমাজবিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ক যার নাম সমাজভাষাবিজ্ঞান, মানবমনের
| প্রকৃতি ও গতিপ্রকৃতির সঙ্গে মানব ভাষার সম্পর্ক যার নাম মনােভাষাবিজ্ঞান, মানব মস্তিষ্কের অত্যন্ত জটিল গঠনের ও তার
| ক্রিয়া-প্রতিক্রিয়ার সঙ্গে মানবভাষার সম্পর্ক যার নাম স্নায়ুবিজ্ঞান, নৃতত্ত্বের সঙ্গে মানবভাষার সম্পর্কযার নাম নৃভাষাবিজ্ঞান
| প্রভৃতি। অপরপক্ষে বিদ্যাচর্চার অন্যান্য ক্ষেত্রে ভাষাবিজ্ঞানের সফল প্রয়ােগও ফলিত ভাষাবিজ্ঞান চর্চায় আলােচিত হয়। যেমন
সাহিত্য বিশ্লেষণে অথবা সাহিত্যের নান্দনিকদিকটি ঠিকভাবে তুলে ধরতে ভাষাবিজ্ঞানের সাহায্য বিশেষ জরুরি। শৈলীবিজ্ঞানে
| ভাষা ও সাহিত্যের এই দিকটি আলােচিত হয়। আবার বৈজ্ঞানিক উপায়ে অভিধান নির্মাণে ভাষাবিজ্ঞানের অবদান অনস্বীকার্য।|যে শাখায় অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞানের প্রয়ােগ আলােচনা করা হয় তার নাম অভিধানবিজ্ঞান। আমাদের আগের ছকটি|এবার একটু বিস্তারিত করা যাক।
0 Response to "ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা ও তাদের মধ্যে সম্পর্ক। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান"
Post a Comment