বাঙালির আদি পুরুষ কারা? Who are the original men of Bengali?

Part 1

বাংলার প্রচীনতম ছবির নিদর্শন বলতে আমরা চিহ্নিত করতে পারি পালরাজা প্রথম মহীপালদেবের শাসনের সময়ে

নালন্দা মহাবিহারে লেখা ‘অষ্টসহস্ৰিকা-প্রজ্ঞাপারমিতা’নামের তালপাতার পুথির বারােটি রঙিন ছবিকে। সময়কাল আনুমানিক

৯৮৩ খ্রিস্টাব্দ। কিন্তু মনে রাখা প্রয়ােজন যে বাঙালির শিল্পচর্চার নিদর্শন এর আগেও চিহ্নিত হয়েছে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে—

পাণ্ডুরাজার ঢিবিখুঁড়েআবিষ্কৃত হয়েছে নানারকম নকশা-আঁকা মৃৎপাত্র। তিন হাজার বছরের প্রাচীন হরপ্পা সভ্যতারসমগােত্রীয়

তাম্রপ্রস্তর পর্যায়ের এই সব মৃৎপাত্রের মধ্যেই দুটি এমন মৃৎপাত্র আবিষ্কৃত হয়েছে যেখানে কালাে রঙের ওপর ধূসর রেখায়

আঁকা মাছ, ময়ূর ও সাপ এবং সেই চিত্রশৈলীতে রীতিমতাে পরিশীলনের ছাপ রয়েছে।

তবে পালরাজাদের আমলেই বাঙালি জাতিসত্তার প্রথম বিকাশ ঘটেছিল বলে মনে করা হয়। এ যুগের যেসব ছবি এবং

মূর্তি আবিষ্কৃত হয়েছে সেসবের মধ্যে এক নতুন অভিব্যক্তির প্রকাশ লক্ষ করা গেছে। পাল ও সেন রাজত্বকালের সঙ্গে

সঙ্গেই এই পুথিচিত্রের ধারা অবলুপ্ত হয়ে যায়নি, বরং পরবর্তী আরাে দু'শ বছর ধরে তার অস্তিত্ব ছিল। ছবিতে ব্যবহৃত

রঙের মধ্যে দেখা যায় হরিতালের হলুদ, খড়িমাটির সাদা, উদ্ভিদজাত গাঢ় নীল, প্রদীপের কালি, সিদুর লাল আর নীল ও

হলুদের মিশ্রণে তৈরি সবুজ। তবে সাধনসূত্রের ধ্যান অনুসারে দেবদেবীর বর্ণনির্দিষ্ট হওয়ায় শিল্পীর স্বাধীনতা ছিল সামান্যই,

অন্তত রঙ করার ক্ষেত্রে। ছবির বিষয় প্রধানত ছিল গৌতম বুদ্ধের জীবনের প্রধান প্রধান ঘটনা, যেমন জন্ম, বােধিলাভ,

মহাপরিনির্বাণ ইত্যাদি।

0 Response to "বাঙালির আদি পুরুষ কারা? Who are the original men of Bengali?"

Post a Comment